![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে ইনস্ট্যান্ট ম্যাসেজ শেয়ারিং অ্যাপ হোয়াটসঅ্যাপে।
একটি ফাঁস হওয়া খবরে এমন তথ্য জানা গেছে। যেখানে ফেইসবুক এই পরিবর্তন আনছে বলে জানানো হয়েছে।
এতদিন হোয়াটসঅ্যাপে একটি ফোন নম্বর দিয়ে খোলা অ্যাকাউন্ট একসঙ্গে শুধু একটি ডিভাইসেই ব্যবহার করা যেত। কিন্তু এখন একই সময়ে একটি অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে এবং একাধিক প্লাটফর্মে ব্যবহার করা যাবে।
এখন ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপ কম্পিউটারেও ব্যবহার করা যায়। কিন্তু সেখানেও মাধ্যমটির সব সুবিধা পাওয়া যায় না। তবে সেটিও যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ একই সঙ্গে আইপ্যাড, ম্যাক এবং উইন্ডোজ অপারেটিংয়ে ব্যবহার করা যাবে।
ফোন নম্বর দিয়ে অ্যাপটি ব্যবহার করতে হয় বলে এর আগে কখনোই সেটি একই সঙ্গে একাধিক জায়গায় ব্যবহার করা যেত না। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল অ্যাপটির।
একটি ডিভাইসে যদি একটি ফোন নম্বর দিয়ে লগইন করা হতো তবে অন্য ডিভাইসে সেই ফোন নম্বরের অ্যাকাউন্ট আর চলতো না।
কিন্তু নতুন সেই পদ্ধতিতে কবে থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে নতুন পদ্ধতিতে এন্ড টু এন্ড ইনক্রিপশন আরও মজবুত করা হয়েছে। এখন যদি কোন ম্যাসেজ পাঠানো হয় তবে সেটি সিনক্রোনাইজ হয়ে ওই অ্যাকাউন্টের সবগুলোতেই দেখাবে।
বিজিআর অবলম্বনে ইএইচ/ জুলাই ৩০/ ২০১৯/ ১৯৫০
আরও পড়ুন –
ভারতে ডিজিটাল পেমেন্ট সেবা আনছে হোয়াটসঅ্যাপ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি