vivo Y16 Project

অবৈধ-নকল মোবাইলে সংযোগ বিচ্ছিন্নে বিটিআরসির সতর্কবার্তা

Mobile-operator-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  আইএমইআই যাচাই ও রশিদ নিয়ে মোবাইল ফোন কিনতে বলেছে বিটিআরসি। 

নিয়ন্ত্রণ সংস্থাটি বলছে, সঠিক আইএমইআই ছাড়া মোবাইল ফোন হ্যান্ডসেটে ভবিষ্যতে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। 

অবৈধ-নকল-ক্লোন মোবাইল ফোন হ্যান্ডসেট কেনা সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সোমবার বিটিআরসি জানায়,  আগস্টের ১ তারিখ হতে নকল-ক্লোন আইএমইআই এর মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে। 

Techshohor Youtube

হ্যান্ডসেট অবৈধ বা নকল কিনা তা দেখেতে বিজ্ঞপ্তিতে সঠিক আইএমইআই যাচাই পদ্ধতি জানিয়ে দেয়া হয়।

এতে বলা হয়,  যে কেউ ম্যাসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডেটাবেইজে সংরক্ষিত রয়েছে কিনা তা জানতে পারবেন। 

বিটিআরসির ডেটাবেইজে আইএমইআই নম্বর থাকলে বুঝতে হবে হ্যান্ডসেটটি বৈধ। 

আইএমইআই নম্বর নতুন হ্যান্ডসেটের মোড়কেই দেখা যাবে। সেক্ষেত্রে *#/,. ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর নিতে হবে বিটিআরসিতে এসএমএসের জন্য।

ব্যবহার করা হ্যান্ডসেটে *#০৬# ডায়াল করেই জেনে নেওয়া যায় মোবাইল ফোনে ব্যবহৃত ১৫ ডিজিটের আইএমইআই নম্বর।

এডি/৭জুলাই/২০১৯/২০৪০

আরও পড়ুন – 

নিবন্ধিত হ্যান্ডসেট ছাড়া মিলবে না টেলিকম সেবা

আইএমইআই ডেটাবেজ চালু হচ্ছে মঙ্গলবার

*

*

আরও পড়ুন

vivo Y16 Project