Techno Header Top and Before feature image

হারিয়ে যাওয়া গানের সন্ধান দিচ্ছে টিকটক

old-town-road-techshohor
টিকটকের জনপ্রিয় গান ওল্ড টাউন রোডের গায়ক লিল নাস এক্স। ছবি : এনবিসি নিউজ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টিকটকের ভিডিও দেখতে গিয়ে নতুন কোনো গানের প্রেমে পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে জেনে নিন, আপনি শুধু একা নন। পুরো বিশ্বে টিকটক হয়ে উঠেছে গান আবিষ্কারের প্ল্যাটফর্ম।

যে গান ২০০৯ সালে টপ চার্টে ছিলো সে গানই নতুনভাবে প্রাণ ফিরে পাচ্ছে শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটকে।

শুধু যে নামি-দামি শিল্পীদের পুরানো গান নতুন করে হিট হচ্ছে তা নয়। ফোক গানেরও কদর বাড়ছে টিকটকে।

এখনকার তরুণরা টিকটকে কোনো গান পছন্দ করলে লিরিক লিখে গুগলে পুরো গানের সন্ধান করছে। টিকটক ব্যবহারকারীদের অনেকেই অপরিচিত ঘরানার গান শুনছেন এবং তাতে অভ্যস্ত হচ্ছেন।

লাস ভেগাসের টিকটক ব্যবহারকারী নিকোল ফিয়ালা বলেন, অনেক শিল্পীর নাম জেনেছি এখান থেকে। এমন ঘরানারও গানের সন্ধান পেয়েছি সাধারণত যেগুলো আমি শুনি না। সাউন্ডক্লাউড বা ইউটিউবে যেসব গান শুনি সেগুলো আমার রুচির সঙ্গে মেলে। তবে টিকটক অনেক বেশি বৈচিত্র্যময়।

টিকটকের মাধ্যমে হিট হওয়া একটি গান হলো ‘ট্রুথ হার্টস’। র‍্যাপ গানটির শিল্পী লিজজো। টিকটকের মাধ্যমে সন্ধান পেয়ে অনেকেই ২০১৭ সালে মুক্তি পাওয়া গানটির খোঁজ করেন ইউটিউবে। টিকটক দেখে কে কে এসেছেন জানতে চেয়ে ইউটিউবের কমেন্ট সেকশনে অনেকেই প্রশ্ন করেছেন।

 ২০১৭ সালে বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্স তৎকালীন জনপ্রিয় অ্যাপ মিউজিক্যালি কিনে নেয়। এরপরে অ্যাপটির নাম পরিবর্তন করে রাখে টিকটক। বর্তমানে অ্যাপটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৫০ কোটি।

এনবিসি নিউজ অবলম্বনে এজেড/ জুলাই ২৯/ ১৭২৩

*

*

আরও পড়ুন