![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যাদের কাজ অন্যদের সাইবার নিরাপত্তা দেয়া, তারাই কিনা হ্যাকারের কব্জায় জিম্মি। এমনই ঘটেছে মার্কিন প্রতিষ্ঠান কমোডোর ক্ষেত্রে।
নিজেদের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় অভ্যন্তর্রীণ সব ফাইলপত্র চলে গেছে হ্যাকারদের হাতে। ফলে সমোলোচনা তো হয়েছেই, সঙ্গে আবার প্রশ্নবাণেও বিদ্ধ হয়েছে কমোডো।
সফটওয়্যার ডেভেলপারের মালিকানাধীন একটি পাবলিক গিটহাব অ্যাকাউন্টে শনিবার সেসব প্রকাশ হয়েছে।
সেই অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন করা ছিল না। ফলে খুব সহজেই হ্যাকাররা ইমেইল ও পাসওয়ার্ড পেয়ে যায় এবং কোম্পানিটির মাইক্রোসফট হোস্টেড ক্লাউড সার্ভিসে প্রবেশ করে।
ফাঁস হওয়া ওই দস্তাবেজগুলো প্রথমে দেখতে পায় নেদারল্যান্ডেসের একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান। পরে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কমোডোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়।
টেকক্র্যাঞ্চ বলছে, হ্যাকাররা কমোডোর অভ্যন্তরীণ ফাইলে প্রবেশ করে বেশকিছু ফাইল নিজেদের কবজায় নিয়েছে। এখন তারা চাইলে সেগুলো বিক্রিও করতে পারে।
ফাইলের মধ্যে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং ফিন্যান্সিয়াল রিপোর্টও রয়েছে। এমনকি কমোডোর কর্মীদের বায়োগ্রাফিও রয়েছে সেই তালিকায়।
তবে হ্যাকের বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কমোডো কোন ধরনের মন্তব্য করতে চায়নি কোন সংবাদমাধ্যমের কাছে।
আউটলুক ইন্ডিয়া অবলম্বনে ইএইচ/ জুলাই ২৮/ ২০১৯/ ২১০৪
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি