![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে রোটেটিং ট্রিপল ক্যামেরা প্রযুক্তির ফোন গ্যালাক্সি এ৮০ এনেছে স্যামসাং।
ফোনের পিছনে উপরের দিকে একই সারিতে ফ্ল্যাশসহ আছে তিনটি ক্যামেরা। কিন্তু সামনে কোন ক্যামেরা নাই। যখন সেলফি তোলার ইচ্ছে হবে তখন ক্যামেরাটিকে শুধু ঘুরিয়ে নিতে হবে।
ক্যামেরা থাকছে একটি ৪৮ মেগাপক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সর।
ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম।
ব্যাকআপের জন্য এতে থাকবে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সঙ্গে থাকছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।
গোস্ট হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক এবং অ্যাঞ্জেল গোল্ড রঙে পাওয়া যাবে ফোনটি।
আগামী ৩১ জুলাই পর্যন্ত স্যামসাংয়ের প্রমোশনাল ক্যাম্পেইন চলবে যার আওতায় ক্রেতারা ডিভাইসটি ৭৪ হাজার ৪৯০ টাকায় কিনতে পারবেন। ডিভাইসটির নিয়মিত মূল্য ৭৭ হাজার ৪৯০ টাকা।
ক্যাম্পেইন চলাকালে ফোনটি ক্রেতারা একটি ডিসকাউন্ট ভাউচার পাবেন। পরবর্তীতে স্যামসাং রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে ভাউচারটি ব্যবহার করে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
এজেড/ জুলাই ২৫/২০১৯/১৭৪৯
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি