এলইডি মনিটর আনলো এইচপি

monitor-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্ট টেকনোলজিস (বিডি) বাজারে এনেছে এইচপি ব্রান্ডের পি১৭৪ মডেলের এলইডি মনিটর।

১৭ ইঞ্চির মনিটরটিতে রয়েছে এলইডি ব্যাকলিটসহ ডিসপ্লে টাইপ টিএন। মনিটরটির রেজুলেশন ১২৮০*১০২৪ পিক্সেল। মনিটরটির বিশেষ ফিচার হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি যার সিকিউরিটি লক রেডি অপশনটি গ্রাফিক ডিজাইনার এবং ভিজুয়ালাইজারদের প্রকৃত সাইজ এবং রং দেখতে সাহায্য করে।

পেশাদার ব্যবহারকারীদের কথা ভেবে মনিটরটি বাজারে আনা হয়েছে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর মূল্য ১০ হাজার টাকা।

Techshohor Youtube

এজেড/জুলাই২৩/২০১৯/১৭

*

*

আরও পড়ুন