![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতের চন্দ্রযান-২।
সোমবার বাংলাদেশ সময় দুপুর সোয়া তিনটা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে উড়ে যায় চন্দ্রযান-২।
জিএসএলভি মার্ক থ্রি রকেটে করে চন্দ্রযানটি রওনা হয়েছে। এর আগে কিছু ত্রুটির কারণে শেষ মুহূর্তের কাউন্ট ডাউন বন্ধ করে দিতে হয়েছিল। তবে এবার আর কোন ত্রুটি হয়নি বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।
চাঁদের পথে রওনা হবার ১৬ মিনিট পর চালু হয়েছে ক্রায়োজেনিক ইঞ্জিন। পৌঁছে গিয়েছে পৃথিবীর কক্ষপথেও।
জিএসএলভি মার্ক থ্রি রকেটের ওজন ৬৪০ টন, উচ্চতা ৪৪ মিটার।
চন্দ্রযান-২ এর উদ্দেশ্য চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর পর হাইড্রক্সিল ও জল অনু খনিজ খুঁজে বের করা।
চাঁদে মানুষের পা রাখান ৫০ বছর পার হলো গত সপ্তাহে। ১৯৬৯ সালের ১৬ জুলাই মার্কিন নভোযান অ্যাপোলো ১১-তে করে চাঁদের পৃষ্ঠে আরোহন করেছিলেন নিল আর্মস্ট্রং ও তাঁর দুই সহকর্মী এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স।
পিএনজে/ইএইচ জুলাই ২২/ ২০১৯/ ১৬৩০