Techno Header Top and Before feature image

ত্রুটি সারিয়ে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ গ্যালাক্সি ফোল্ড

galaxy-fold-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি ফোল্ড’ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 

এর আগে ফোনটি উন্মোচনের ঘোষণা দিয়েও পিচু হটতে বাধ্য হয়েছিল স্যামসাং। গত এপ্রিলে ফোনটি উন্মোচনের আগে কিছিু রিভিউয়ারের হাতে পড়লে সেটি নিয়ে নেতিবাচক কিছু দেখেন তারা।

সেই রিভিউয়রার ফোনটির স্ক্রিন প্রোটেক্টর খোলার ফলে ডিভাইসটির স্ক্রিন ভেঙে গেছে, এমন ঘটনাও পান। ফলে সেটি উন্মোচনের সময় পিছিয়ে দেয়। 

অনেকটা তাড়াহুড়ো করতে গিয়েই এমন অবস্থা হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। তখন ফোনটির সরবরাহ বাতিল করে দেওয়া হয়। এরপর আবারও স্যামসাং ফোনটি নিয়ে কাজ করা শুরু করে। 

স্যামসাংয়ের ডিসপ্লে বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম সেওন চেওল বলেন, তারা ডিসপ্লের সমস্যাটির সমাধান করেছেন। এখন বাজারে ফোনটি ছাড়ার জন্য তারা প্রস্তুত। 

এর আগে গত ২৬ এপ্রিল ফোনটি উন্মোচনের তারিখ ছিল। এখন ধারণা করা হচ্ছে, আগামী আগস্টে স্যামসাং তাদের নোট ১০ উন্মোচন করতে পারে। সেই একই সময়ে গ্যালাক্সি ফোল্ড বাজারে ছাড়তে পারে স্যামসাং। 

ফোনটিতে রয়েছে ৭.৩ ইঞ্চির প্রাইমারি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, সেকেন্ডারি হিসেবে রয়েছে ৪.৬ ইঞ্চি স্ক্রিন, যেটি ফোনটির কাভার হিসেবে ব্যবহার হবে। 

প্রিমিয়াম ক্যাটেগরির ফোনটিতে স্যামসাং ব্যবহার করেছে কোয়ালকমের ৭ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টা-কোর এসওসি প্রসেসর। থাকছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। 

পিছনে ১৬, ১২ এবং ১২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকছে। আর সামনে থাকছে ১০ মেগাপিক্সেল ক্যামেরা। 

ইকোনোমিক টাইমস অবলম্বনে ইএইচ/ জুলাই ২২/ ২০১৯/ ১৪৫৫

আরও পড়ুন

বিক্রি পেছালো গ্যালাক্সি ফোল্ডের

তাড়াহুড়াই ডোবাল গ্যালাক্সি ফোল্ডকে

গ্যালাক্সি ফোল্ডের প্রি-অর্ডার বাতিল

*

*

আরও পড়ুন