Techno Header Top

মোবাইলে জন্য আলাদা সেবা চালু করবে নেটফ্লিক্স

netflix-logo-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইলের জন্য আলাদা সেবা আনছে নেটফ্লিক্স। মোবাইল অনলি প্ল্যান নামের এই সেবা কেনা যাবে ৪ ডলারে। বিশ্বের কয়েকটি দেশে শীঘ্রই এ সেবা চালু হবে।

এতোদিন পর্যন্ত শুধু সীমিত আকারে শুধু পরীক্ষামূলকভাবে সেবাটি চালু ছিলো। এবার পুরোপুরিভাবে সবার জন্য সেবাটি চালু করবে নেটফ্লিক্স।

তবে এই সেবার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো প্ল্যানটির আওতায় সাবস্ক্রাইবারদের মোবাইলেই শুধু ভিডিও কনটেন্ট দেখা যাবে। সর্বনিম্ন ৪৮০ পিক্সেল রেজুলেশন থেকে শুরু হবে বেসিক প্ল্যান। 

নেটফ্লিক্স জানিয়েছে, ভারতে এই সেবা চালু করা হবে। নেটফ্লিক্সের সঙ্গে পরিচয় করাতে এটি একটি উপযুক্ত মাধ্যম হতে পারে। এছাড়াও, যেসব দেশে ৫ ডলারের কমে পে টিভি দেখার সুবিধা আছে সেসব দেশেও মোবাইল অনলি সেবা চালু করা হবে।

তবে মোবাইল ডিভাইস বলতে নেটফ্লিক্স শুধু মোবাইল নাকি ট্যাবলেটও বুঝিয়েছে তা জানা যায়নি।

নতুন সাবস্ক্রিপশন সেবা আনলেও সময়টা ভালো যাচ্ছে না নেটফ্লিক্সের। আগের তুলনায় সাবস্ক্রিপশন ফি বাড়ায় যুক্তরাষ্ট্রে গ্রাহক কমেছে নেটফ্লিক্সের।

এজেড/ জুলাই ২০/২০১৯/১৪৪৪ 

আরও পড়ুন – 

শর্তে নেটফ্লিক্সে ক্যাশ সার্ভার বসানোর অনুমোদন

নেটফ্লিক্সের ছবি অস্কারে, ক্ষোভ স্টিভেন স্পিলবার্গের

*

*

আরও পড়ুন