ওয়াইফাইর ধীরগতিতে চিন্তিত

Caller Id-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদের ছুটির অবসরে ইন্টারনেটের প্রয়োজনটাই পড়ে বেশি। এ সময় গতিতে টান পড়লে তো মুশকিল। একটু খেয়াল করে দেখলেন ওয়াইফাই ব্যবহারে আপনি স্বাভাবিকের চেয়ে ধীরগতির ইন্টারনেট পাচ্ছেন। তাহলে আপনার জন্যই এ টিউটোরিয়াল।

নানা কারণে ওয়াইফাইতে ইন্টারনেটের গতি কমে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

সমস্যাটি কী কী কারণে হতে পারে, সেগুলোর সমাধান কী রকম হতে পারে- এসব নিয়েই বিস্তারিত থাকছে এ প্রতিবেদনে।

Techshohor Youtube

রাউটার স্থাপন

রাউটার কেনার সময় অবশ্যই সর্বশেষ প্রযুক্তিরটি বেছে নেওয়া ভালো। রাউটারের সর্বোচ্চ স্পিড প্রদানের সক্ষমতা জেনে নেয়া জরুরি।

রাউটারটিকে বাড়ির মাঝামাঝি এমন স্থানে স্থাপন করতে হবে, যাতে সব দিকে নেটওয়ার্ক ভালোমত পাওয়া যায়। বড় কোনো বস্তু বা দেয়াল ওয়াইফাই নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এটি মাথায় রাখতে হবে।

রাউটার বড় কোনো ইলেক্ট্রনিক ডিভাইস (যেমন- মাইক্রোওয়েভ ওভেন, টেলিফোন সেট ইত্যাদির) পাশে স্থাপন করা থেকে বিরত থাকতে হবে।

পাসওয়ার্ড ও সিকিউরিটি

ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। যাতে সহজে কেউ সেটি চুরি করতে না পারে।

এ ছাড়া অনেক সময় পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে অননুমোদিত কেউ নেটওয়ার্কে যুক্ত হয়ে যায়। এতে গতি কমে যেতে পারে। তাই মাঝে মাঝে রাউটারের প্যানেলে লগ ইন করে সংযুক্ত ডিভাইসের সংখ্যা দেখে নিতে হবে। অতিরিক্ত কোনো ডিভাইস পাওয়া গেলে তা ব্লক করে দিতে হবে।

আপডেট রাখা

রাউটারের ফার্মওয়্যারটিকে সবসময় সর্বশেষ সংস্করণে আপডেটেড রাখতে হবে। এ জন্য অটো আপডেট ফিচারটি চালু রাখা যেতে পারে।

স্মার্টফোনের কাভার

ফোনে নানা রকম কাভার বা কেইস ব্যবহার করা হয়। কিছু ধাতব কাভার ওয়াইফাই সিগন্যাল গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়। তাই এ ধরনের কাভার ব্যবহার না করে সমস্যাটি এড়ানো যায়।

ম্যালওয়ারের আক্রমণ

অনেক সময় ম্যালওয়ারের কারণে ওয়াইফাইতে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। সেক্ষেত্রে ম্যালওয়্যার রিমুভ করে নিতে হবে। এটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে টেকশহরডটকমের এই প্রতিবেদনে

আরএ/আরার /১১ আগস্ট/ ২০১৯/১৫.১৫

আরও পড়ুন –

ওয়াইফাইয়ের গতি বাড়বে যেভাবে

জেনে বুঝে ব্যবহার করুন ফ্রি ওয়াইফাই

*

*

আরও পড়ুন