Techno Header Top and Before feature image

ইউটিউবে পাবজির চতুর্থ মৌসুমের ট্রেইলার

PUBG-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যাটল রয়াল ঘরানার গেইমগুলোতে পেছনের কোনো গল্প থাকে না। তবে পাবজি এই ধারা বদলানোর চেষ্টা করছে।

শীঘ্রই পাবজির চতুর্থ মৌসুম মুক্তি পাবে। এ উপলক্ষে জমজমাট গল্পসহ ট্রেইলার ছেড়েছে গেইমটির ডেভেলপার পাবজি করপোরেশন।

ট্রেইলারটির শুরুতে, গেইমের প্রথম ম্যাপ এরেঙ্গালে একা এক কিশোরকে দেখা যায়। ভয়াবহ যুদ্ধের পর সে একাই বেঁচে ছিলো। পরে সেই কিশোর বড় হয়ে এরেঙ্গালে ব্যাটল রয়্যাল টুর্নামেন্টের আয়োজন করে।

মঙ্গলবার ট্রেইলারটি ইউটিউবে ছাড়ার পর থেকে এখন পর্যন্ত তা সাড়ে ৮ লাখের বেশি বার দেখা হয়েছে। আগামী ২৪ জুলাই ডেক্সটপ সংস্করণের জন্য গেইমটির চতুর্থ মৌসুম মুক্তি পাবে।

পাবজি গেইমটি মুক্তি পায় ২০১৭ সালের ২৩ মার্চ। সার্ভাইভাল ঘরানার গেইমটিতে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেওয়া হয় গেইমারকে। এরপর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।

ইউবারগিজমো ও ভেঞ্চারবিট অবলমাবনে এজেড/ জুলাই ১৮/২০১৯/১৬৩৫

*

*

আরও পড়ুন