Techno Header Top and Before feature image

অনলাইনে এইচএসসির ফলাফল জানবেন যেভাবে

hsc-techshohor
Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষা শেষ হয়ে এবার ফলাফল পাবার পালা।

আগামীকাল বুধবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে। 

পরীক্ষা দেওয়ার পর বেশ কিছুদিন ‌আশা, উদ্বেগ আর উৎকণ্ঠায় অপেক্ষা করেছেন শিক্ষার্থীরা। 

পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে। ফলাফল জানতে চাইলে এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটতে হবে না। চাইলে অনলাইনে ওয়েবসাইট থেকে কিংবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এই ঠিকানায় গিয়ে ডান পাশে থাকা এইচএসসির কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়াও শিক্ষা বোর্ডের এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম ও বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভারে সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তাই যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।

মোবাইল ফোন থেকে ফলাফল জানতে যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে, স্পেস দিয়ে রোল নম্বর লিখে, আবারও স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)। এছাড়াও মাদ্রাসা বোর্ডের জন্য MAD (মাদ্রাসা) লিখতে হবে। 

যেমন-কেউ ঢাকা শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এইচএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে HSC DHA XXXXXX 2019 ।

আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

ফলাফল প্রত্যাশী সকল পরীক্ষার্থীর জন্য টেকশহরের পক্ষ থেকে রইলো শুভকামনা। 

ইএইচ/ জুলাই ১৬/ ২০১৯/ ১৯২৩

*

*

আরও পড়ুন