Techno Header Top and Before feature image

বাতিল হচ্ছে গুগল অ্যাডসেন্সের ২ অ্যাপ

app-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েবে বিজ্ঞাপন প্রচারের প্ল্যাটফর্ম গুগল অ্যাডসেন্সের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গুগল।

মোবাইল অ্যাপের বদলে মোবাইল ওয়েব অ্যাপে (বিশেষ করে ইন্টারফেইস) বিনিয়োগের কথা জানিয়েছে টেক জায়ান্টটি।

অ্যাডসেন্সের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ দিয়ে অ্যাপের আয় ও ভিউয়ের পরিসংখ্যান দেখা যায়। বছরের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপগুলো বাতিল করা হবে। অ্যাপ বাতিলের সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়নি গুগল কারণ দুটি অ্যাপই ২০১৭ সালের পর আর আপডেট করা হয়নি।

আরও পড়ুন : গুগল অ্যাডসেন্স কী?

এ বিষয়ে গুগল জানিয়েছে, সব প্ল্যাটফর্ম সাপোর্ট করবে বলেই ওয়েব অ্যাপ্লিকেশনে বিনিয়োগ করা হচ্ছে।

অ্যাডসেন্সের প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড্রু গিল্ডফাইন্ড এক ব্লগপোস্টে লিখেছেন, উন্নতমানের অ্যাডসেন্স মোবাইল অ্যাপের ঘোষণা আসবে বছরের শেষে। অ্যাপটির ফিচারগুলো আরও দ্রুত কাজ করবে।

বর্তমান অ্যাড সেন্সের ওয়েবসাইটকে উন্নত ওয়েব অ্যাপে পরিণত করা হবে। অ্যাপটি মোবাইলের হোমস্ক্রিনে সহজেই অ্যাপটি পিন করে রাখা যাবে।

অ্যান্ড্রয়েড পুলিশ অবলম্বনে এজেড/ জুলাই ১৬/২০১৯/১২৩৫

*

*

আরও পড়ুন