![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের শক্তিশালী সংস্করণ আনার ঘোষণা দিয়েছে মার্কিন কোম্পানি কোয়ালকম।
অধিক গতির প্রসেসরটির নাম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস। প্রসেসরটিসহ শীঘ্রই বাজারে আসবে আসুস আরওজি ফোন ২।
আসুসের গেইমিং ফোন আরওজি ২ এর বিষয়ে যদিও বিস্তারিত জানা যায়নি। তবে ফোনটিতে অ্যামলেড ডিসপ্লে ও গেইম খেলার জন্য আলাদা ফিজিকাল বাটন থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
নতুন প্রসেসরটি তৈরি করা হয়েছে ভিআর, এআই ও ফাইভজি ব্যবহারের জন্য। প্রসেসরটির সর্বোচ্চ গতি হবে ২.৯৬ গিগাহার্জ। স্ন্যাপড্রাগন ৮৫৫ এর সর্বোচ্চ গতি ২.৮৪ গিগাহার্জ। কোয়ালকম জানিয়েছে, ৮৫৫ প্রসেসরটির কারণে জিপিইউর পারফরমেন্সও ১৫ গুণ বৃদ্ধি পাবে। তাই গেইম খেলায় বাড়তি সুবিধা পাবেন গেইমাররা।
প্রসেসর প্রস্তুতকারক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ উন্মোচন করে জানুয়ারিতে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ যেমন স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ সিরিজ ও ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে উচ্চ গতির এ প্রসেসর দেখা গেছে।
ইউবারগিজমো অবলম্বনে এজেড/ জুলাই ১৬/২০১৯/১১৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি