Techno Header Top

অ্যান্ড্রয়েডে মাইক্রোসফট ওয়ার্ডের ১০০ কোটি ইন্সটল

word-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ১০০ কোটি ‌ইন্সটলেশনের মাইলফলক ছুঁয়েছে মাইক্রোসফট ওয়ার্ড। এ তথ্য জানিয়েছে গুগল প্লে স্টোর।

মাইক্রোসফটের অন্যান্য অফিস অ্যাপও ডাউনলোডের দিক দিয়ে ভালো অবস্থানে আছে। স্প্রেডশিট অ্যাপ, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়াননোট ও ওয়ানড্রাইভ প্রত্যেকটি অ্যাপই ইন্সটল করা হয়েছে ৫০ কোটি বারের বেশি।

অফিশিয়াল ইমেইল চালাচালির মাধ্যম আউটলুকও অ্যান্ড্রয়েডে ১০ কোটির বেশি বার ইন্সটল করা হয়েছে।

এদিকে, প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, ১০০ কোটি বার ইন্সটলড হয়েছে মানেই যে সব ইন্সটলেশন গুগল প্লে স্টোর থেকে হয়েছে তা নয়। কিছু ফোন নির্মাতার সঙ্গে মাইক্রোসফটের চুক্তি রয়েছে। ফলে অনেক ডিভাইসে প্রি-ইন্সটল্ড থাকে মাইক্রোসফট ওয়ার্ড।

সাম্প্রতিক বছরগুলোতে ক্লাউডভিত্তিক সেবা গুগল ডক বেশ জনপ্রিয় হয়েছে। তবু মাইক্রোসফট ওয়ার্ডের জনপ্রিয়তায় তেমন ভাটা পরেনি।

ইউবারগিজমো অবলম্বনে এজেড/ জুলাই ১৫/২০১৯/ ১৫৫৪

আরও পড়ুন –

ইন্টারনেট গেইম বাতিল করছে মাইক্রোসফট

১ কোটি ছবির ডেটাসেট ডিলিট মাইক্রোসফটের

*

*

আরও পড়ুন