![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হজ্ব ফ্লাইটের তথ্য জানাতে এবার প্রথম বারের মতো মোবাইল অ্যাপ ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় ৬৫ হাজার হজ্বযাত্রী ভ্রমণ করবেন।
বিমান হজ্ব ফ্লাইট নামের অ্যাপটি এই লিংক থেকে ইন্সটল করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
অ্যাপ থেকে বিমান বাংলাদেশের হজ্ব ফ্লাইট শিডিউলসহ অন্যান্য তথ্যও পাওয়া যাবে। সেজন্য অ্যাপের হোম পেইজের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী অপশন সাজানো রয়েছে।
এছাড়াও, নিজের নির্ধারিত ফ্লাইট সিলেক্ট করলে সেই ফ্লাইটের তথ্যবলি বিজ্ঞপ্তি আকারে প্রদর্শিত হবে। এমনকি কোনো ফ্লাইটে ডিলে (বা দেরি) থাকলেও সেটি জানা যাবে।
এছাড়াও, হজ্ব ফ্লাইটে চলাচলের ক্ষেত্রে নীতিমালাগুলো জেনে নেয়া যাবে অ্যাপ থেকে।
সাদামাটা ইউআইয়ের অ্যাপটি তৈরি করেছে এক্সসিলেন্ট-সফট। গুগল প্লে স্টোরে যার রেটিং ৪.৮। এখন পর্যন্ত ৫০০ বারের বেশি ডাউনলোড করা হয়েছে অ্যাপটি।
আরএ/এজেড/ জুলাই ১৫/২০১৯/ ১০৫১
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি