![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে শিশু-কিশোরদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার এমন আয়োজনকে মাইলফরক বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি রোববার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে অনুষ্ঠিত কিশোরদের প্রোগ্রামিং প্রতিযোগিতা পাইথন ক্যাম্প পরিদর্শন করেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী প্রতিভা বিকাশে প্রোগ্রামিং প্রতিযোগীতাকে মন্ত্রী একটি ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে দ্বিতীয়বারের মতো এই শিশু-কিশোর জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ স্লোগান নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ইয়াং বাংলা।
প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে ৬৪ জেলা থেকে নির্বাচিত ১২৮ জন মাধ্যমিক পর্যায়ের প্রোগ্রামার অংশ নিয়েছে।
এর আগে গত ১০ জুলাই জাতীয় ক্যাম্পের প্রথম পর্যায়ে শুরু হয় খুদে প্রোগ্রামারদের স্ক্র্যাচ প্রশিক্ষণ। এতে অংশ নেয় ১ম থেকে ৫ম শ্রেণীর ৬৪টি দল। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় স্ক্র্যাচ চূড়ান্ত প্রতিযোগিতা।
সেদিনও মন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে গিয়ে শিশু প্রোগ্রামারদের সঙ্গে সময় কাটান।
ইএইচ/ জুলাই ১৪/ ২০১৯/ ১৫৩৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি