চলে গেলেন কম্পিউটার পাসওয়ার্ডের জনক

corbato-MIT-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার পাসওয়ার্ড ও কম্পিউটার টাইম শেয়ারিং স্টিস্টেমের (সিটিএসএস) উদ্ভাবক ড. ফারনান্দো করবাতো আর নেই।

ডায়াবেটিসের কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে শুক্রবার ৯৩ বছর বয়সে মারা যান তিনি।

ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের পথ আরও সুগম করতে ১৯৬১ সালে সিটিএসএস উদ্ভাবন করেন করবাতো।

Techshohor Youtube

এই উদ্ভাবনের ফলে আলাদা আলাদা জায়গা থেকে টেলিফোন লাইনের মাধ্যমে ব্যবহারকারীরা একই সময়ে একই কম্পিউটারে ঢোকার সুযোগ পেতেন।

নিউইয়র্ক টাইমস অবলম্বনে এজেড/ জুলাই ১৪/২০১৯/১৪৪৪

*

*

আরও পড়ুন