ডেলের ল্যাপটপ কিনে প্যাকেজ অফার, মনিটর জিতলেন তারা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেলের ল্যাপটপ কিনে দুই ক্রেতা  প্যাকেজ ট্যুর ও আরও একজন কম্পিউটার মনিটর জিতেছেন।   

শুক্রবার ও শনিবার ওই তিন ক্রেতা ডেলের ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ড ঘঁষে পুরস্কারগুলো জিতেছেন। 

নাহিদ সাকিব এবং জাহিদ বিন ইসলাম এর মধ্যে দুই দিন এক রাত রিসোর্টে থাকার প্যাকেজ জিতেছেন। এছাড়াও আরও এক ক্রেতা পেয়েছেন কম্পিউটার মনিটর।   

Techshohor Youtube

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের ল্যাপটপ মেলার শেষ দিন আজ। 

শেষ দিন শনিবারও মেলা রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। 

ইএইচ/ জুলাই ১৩/ ২০১৯/ ১৭৪৮

*

*

আরও পড়ুন