![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ কিনে টেলিভিশন পেয়েছেন এক ক্রেতা।
লেনোভোর ওই ক্রেতা ল্যাপটপ কেনার পর স্ক্র্যাচ কার্ড ঘঁষে সনি ব্র্যান্ডের ৩২ ইঞ্চির একটি টেলিভিশন পেয়েছেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় ওই পুরস্কার পান লেনোভোর ক্রেতা।
পরে তিনি জানান, ল্যাপটপ কিনতে এসে এমন উপহার পেয়ে খুব খুশি তিনি। কখনো কল্পনাই করেননি তিনি এমন পুরস্কার পাবেন।
ওই ক্রেতার হাতে পুরস্কার তুলে দেন লেনোভোর কর্মকর্তারা।
লেনোভোর কর্মকর্তারা জানান, তারা মেলার প্রথম দিন থেকেই এমন আয়োজন করেছেন যেখানে আটটি ভিন্ন ধরনের পুরস্কার দিচ্ছেন।
শনিবার মেলার শেষ দিন চলছে। শেষ দিনেও প্রতিটি ল্যাপটপের সঙ্গে থাকছে উপহার ও মূল্যছাড়।
মেলা চলবে রাত আটটা পর্যন্ত।
ইএইচ/ জুলাই ১৪/ ২০১৯/ ১৩২৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি