Samsung HHP Online Campaign

অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার, ঝুঁকিতে দেশের ব্যবহারকারীরা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ম্যালওয়্যার ‘এজেন্ট স্মিথ’ ছড়িয়ে পড়ছে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে।

নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ‘চেক পয়েন্ট’ সম্প্রতি এই ম্যালওয়্যার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবহারকারীদের ফোনে এই ম্যালওয়্যার বেশি ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আড়াই কোটি ডিভাইস এই ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ভারতেই আক্রান্ত ডিভাইসের সংখ্যা দেড় কোটি। 

Techshohor Youtube

এজেন্ট স্মিথ মূলত একটি অ্যাডওয়্যার, যার দ্বারা আক্রান্ত হলে স্মার্টফোনে থাকা নানা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে অযাচিত বিজ্ঞাপন দেখানো হয়। 

গুগল প্লে স্টোর ব্যতীত অন্য অ্যাপ্লিকেশন ডাউনলোডের কিছু ওয়েবসাইট বা অ্যাপ থেকে ম্যালওয়্যারটির সংক্রমণ হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড প্লাটফর্ম নাইন-অ্যাপস থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নাইন-অ্যাপস নামক অ্যাপ ডাউনলোড ওয়েবসাইটটির ব্যবহারকারীর সংখ্যা বেশি।

এসব প্লাটফর্ম থেকে এজেন্ট স্মিথ আক্রান্ত অ্যাপ ইন্সটল করলে সেই অ্যাপ থেকে ব্যবহারকারী নানা ধরনের বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। এমনকি আক্রান্ত ডিভাইসে থাকা অন্য অ্যাপগুলোকেও আপডেট নেয়া থেকে বাধা দিচ্ছে ম্যালওয়্যারটি। ফলে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো অ্যাপ থেকে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। 

অ্যান্ড্রয়েডের অপেক্ষাকৃত

পুরোনো সংস্করণ ললিপপ, মার্শম্যালো ও নোগাটে এটি ছড়িয়ে পড়ার হার সবচেয়ে বেশি। 

আরও পড়ুন

এজেন্ট স্মিথ ম্যালওয়্যারে আক্রান্ত হলে করণীয়

দ্য ভার্জ অবলম্বনে আরএ/এজেড/ জুলাই ১৩/২০১৯/১০৫০

*

*

আরও পড়ুন