![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাক্সেসরিজের উপর ছাড় ঘোষণা করেছে হুয়াওয়ে।
‘হট সামার কুল অফার’ এর আওতায় হুয়াওয়ে ওয়াচ জিটি, টকব্যান্ড বি৩ লাইট, পোর্টেবল ব্লুটুথ স্পিকার, স্পোর্ট ব্লুটুথ হেডফোন ও ব্যান্ড ৩ই অ্যাক্সেসরিজে ছাড় পাবেন ক্রেতারা।
স্মার্টওয়াচ জিটি তিন হাজার টাকা কমে বিক্রি হচ্ছে ১৬ হাজার ৯৯০ টাকায়। হুয়াওয়ে টকব্যান্ড বি৩ লাইট দেড় হাজার টাকা কমে বিক্রি হচ্ছে ৬ হাজার ৪৯০ টাকায়, হুয়াওয়ে পোর্টেবল ব্লুটুথ স্পিকার ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ২৯০ টাকায়, স্পোর্ট ব্লুটুথ হেডফোন ৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ২৯০ টাকায় এবং ব্যান্ড ই৩ এর দাম ১৫০ কমে এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫০ টাকায়।
এজেড / জুলাই ১০/ ২০১৯/ ১৭৪৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি