![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মঙ্গলবার দুপুর থেকেই শিশুদের জটলা দেখা যায়।
বিভিন্ন জেলা থেকে আসা শিশুরা জাতীয় প্রোগ্রামিং ক্যাম্পে অংশ নিতে বিকেল থেকে শিক্ষক ও জেলা প্রতিনিধিদের সঙ্গে প্রবেশ করতে থাকে ক্যাম্পে।
মঙ্গলবার শিশুদের নিয়ে তিন দিনের ওই ক্যাম্প শুরু হয়েছে। চলবে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত।
সেই ক্যাম্প শেষ করার পরই চূড়ান্ত প্রোগ্রামারের নাম ঘোষণা করা হবে।
এছাড়াও পাইথন প্রতিযোগিতায় নির্বাচিতদের নিয়ে আরেকটি ক্যাম্প শুরু হবে ১২ জুলাই। সেদিনই ভেনুতে প্রবেশ করতে হবে নির্বাচিতদের । এরপর ১৩ ও ১৪ জুলাই চলবে জাতীয় ক্যাম্প। তারপর সেখান থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত জুনের ১৭ ও ২০ তারিখ জেলা পর্যায়ের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এর একটি শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রামিং এবং অন্যটি ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাইথন প্রোগ্রামিং।
‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ স্লোগান নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ইয়াং বাংলা।
এবারের আয়োজনটি গত বছরের চেয়ে বড় হয়েছে। জেলা পর্যায়ে ২০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইএইচ/জুলাই ০৯/২০১৯/২০৫০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি