Techno Header Top and Before feature image

ভিডিও বন্ধে ক্রোমের টুলবারে আসছে প্লে বাটন

chrome-play-pause-button-toolbar-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যখন তখন অটো ভিডিও চালু হওয়া ঠেকাতে ক্রোম বাউজারে প্লে বাটন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

ক্রোমের টুলবারে অচিরেই যুক্ত হবে এই প্লে বাটন। সেখানে ক্লিক করলে ভিডিও পজ করা যাবে। ২০ টি ট্যাব খোলা থাকলেও এক জায়গা থেকেই বন্ধ করা যাবে ভিডিও বা অডিও।

ভিডিও ও অডিও বন্ধে যুক্ত করা হবে গ্লোবাল মিডিয়া কন্ট্রোলস নামের একটি ফিচার। আপাতত ফিচারটি নিয়ে ক্রোমের ডেভেলপমেন্ট ব্রাউজার ক্যানারিতে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এটি যুক্ত হলে ইউআরএল লেখার নিচের জায়গায় প্লে বাটনের আইকন যুক্ত হবে। সেখানে ক্লিক করলে দেখা যাবে কোন ট্যাবে ভিডিও বা অডিও চলছে।

ক্রোম ক্যানারিতে যাবতীয় পরিবর্তন ও আপডেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় গুগল। সেখানেই চলতি সপ্তাহে গ্লোবাল মিডিয়া কন্ট্রোলস ফিচারটি পরীক্ষা করা হয়।

ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও ক্রোম অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আপাতত ফিচারটি দিয়ে ভিডিও পজ করতে ঝামেলায় পরতে হচ্ছে। তবে অচিরেই পরবর্তী আপডেটে ফিচারটি ভালোভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

দ্য ভার্জ ও জিডিনেট অবলম্বনে এজেড/জুলাই ০৭/২০১৯/১২০২

*

*

আরও পড়ুন