Header Top

স্যামস্যাং ক্রেতাদের আগ্রহ বেশি গ্যালাক্সি এ৫০ ও এ২০ ফোনে

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলায় স্যামসাংয়ের ক্রেতাদের সবচেয়ে বেশি টেনেছে প্রতিষ্ঠানটির গ্যালাক্সি এ৫০ ও গ্যালাক্সি এ২০ হ্যান্ডসেট।

বৃহস্পতিবার শুরু হওয়া এবারের গ্রীষ্মকালীন স্মার্টফোন মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিয়েছে স্যামসাং। স্যামসাংয়ের প্যাভিলিয়ন থেকে এখন পর্যন্ত গ্যালাক্সি এ৫০ ও গ্যালাক্সি এ২০ হ্যান্ডসেট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মূলত সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের কিছু ফিচার দিয়ে ফোন দুটি বাজারে ছেড়েছে স্যামসাং।

মেলায় গ্যালাক্সি এ৫০ বিক্রি হচ্ছে ২৪ হাজার ৯৯০ টাকায় এবং গ্যালাক্সি এ২০ বিক্রি হচ্ছে ১৫ হাজার ৯৯০ টাকায়। এছাড়া, পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা আরও পাঁচ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবে। পাশাপাশি ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা নগদএর মাধ্যমে পেমেন্ট করলে গ্যালাক্সি এ৫০ ও গ্যালাক্সি এ২০ ছাড়াও যেকোনো ডিভাইস ক্রয়ে পাওয়া যাবে আরো ১০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট।

এছাড়াও গ্যালাক্সি এ৮০গ্যালাক্সি এম৪০ ও ট্যাব এস৫ই শিগগির বাজারে নিয়ে আনবে স্যামসাং মোবাইল বাংলাদেশের। স্যামসাং প্যাভিলিয়নে ডিভাইসগুলোর প্রদর্শনী চলছে।

ইএইচ/ জুলাই ০৬/ ২০১৯/ ১৭১০

*

*

আরও পড়ুন