![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজসের সঙ্গে ম্যাকেঞ্জি বেজসের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
শুক্রবার ওয়াশিংটনের এক বিচারক তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর করেন।
বিচ্ছেদের পর এবার ম্যাকেঞ্জির নামে অ্যামাজনের চার শতাংশ শেয়ার (১৯ দশমিক ৭ মিলিয়ন শেয়ার) লিখে দেওয়া হবে। এতে করে অ্যামাজনে বেজসের শেয়ার ১৬ শতাংশ থেকে কমে দাঁড়াবে ১২ শতাংশে। এই চার শতাংশ শেয়ারের অর্থমূল্য ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার (৩ হাজার ৮৩০ কোটি ডলার)।
বেজসের ১৩৭ বিলিয়ন ডলারের (১৩ হাজার ৭০০ কোটি ডলার) সম্পত্তির পুরোটাই ছিলো অ্যামাজনের ১৬ শতাংশ শেয়ার রূপে। এখন এই ১২ শতাংশ শেয়ারের অর্থমূল্য দাঁড়াবে ১১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তবে ৪ শতাংশ শেয়ার কমার পরেও তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিই থাকবেন।
তবে বিচ্ছেদ থেকে প্রাপ্ত অর্থের অর্ধেকই ম্যাকেঞ্জি দান করে দেবেন আরেক বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট ও বিল গেটসের ঘোষিত ক্যাম্পেইনে। গত মে মাসে তিনি জানান, ‘গিভিং প্লেজ’ নামের ক্যাম্পাইনটিতে এ অর্থ দান করবেন।
গত জানুয়ারি মাসেই টুইটারে যৌথ এক বিবৃতে তারা দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
আরও পড়ুন
জেফ বেজসের ২৫ বছরের সংসার ভাঙছে
ব্লুমবার্গ অবলম্বনে এজেড/ জুলাই ৬/২০১৯/১৫৫৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি