Header Top

অ্যাক্সেসরিজের বিক্রিও তুঙ্গে

Accesories-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুধু স্মার্টফোনই নয়, মেলায় বিক্রি হচ্ছে স্মার্টফোনের অনেক অ্যাক্সেসরিজ।

আর এসব অ্যাক্সেসরিজের বিক্রিও তুঙ্গে। মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি অ্যাক্সেসরিজ ব্র্যান্ড।

তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলায় শুরুর দিন থেকেই অ্যাক্সেসরিজ বিক্রি করছে অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ডিটেল। তারা মেলায় পাওয়ার ব্যাংক, ইয়ারফোনসহ আরও কিছু অ্যাক্সেসরিজ বিক্রি করছে।

মেলায় অ্যাক্সেসরিজ নিয়ে অংশ নিয়েছে সুরভী এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের জন্য হেডফোন, ব্যাক কাভার, ইউএসবি ক্যাবল, টাইপ-সি ক্যাবলসহ অন্যান্য অ্যাক্সেসরিজও বিক্রি করছে। স্মার্টফোন বিক্রির পাশাপাশি হেডফোন, ব্লুটুথ স্পিকার, স্মার্টব্যান্ড বিক্রি করছে হুয়াওয়ে।

মেলার প্রথম দুদিনের মতো তৃতীয় দিনেও অ্যাক্সেসরিজ বিক্রির পরিমাণ বেশ ভালো বলে জানান অংশগ্রহণকারীরা।

মেলায় শাওমি ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ বিক্রি করছে ডিএক্স টেল। প্রতিষ্ঠানটি মেলায় শাওমির স্মার্ট ল্যাম্প, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, সেলফি স্টিক, স্মার্ট ওজন মিটারসহ আরও কিছু অ্যাক্সেসরিজ বিক্রি করছে।

অ্যাক্সেসরিজে সব প্রতিষ্ঠানই ছাড় দিয়েছে।

আফসানা রুমা নামের এক ক্রেতা জানালেন, তিনি মেলায় এসে নতুন ফোনগুলো দেখেছেন। তবে যাবার সময় একটি পাওয়ার ব্যাংক কিনেছেন।

তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা আজই শেষ হচ্ছে। মেলা রাত ৮টা পর্যন্ত চলবে।

ইএইচ/ জুলাই ০৫/২০১৯/ ১৩৫০

*

*

আরও পড়ুন