![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : শেষ দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়েছে। আগের দিনগুলোর মতোই শনিবার সকাল ১০টা থেকেই দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হয়েছে।
শুক্রবার সকাল থেকেই স্মার্টফোন ও ট্যাব মেলায় দর্শনার্থীরে পদচারণায় মুখরিত ছিল। সারাদিনই ছিল ভিড়। ক্রেতা দর্শনার্থীরা নিজেদের পছন্দের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস কিনেছেন। পেয়েছেন ছাড়, উপহার।
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের মেলা শেষ হবে আজ শনিবার রাত আটটায়।
শনিবার স্মার্টফোন মেলার শেষ দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা দেখা যাচ্ছে।
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, দ্বিতীয় দিনে খুব ভালো বেচা-বিক্রি হয়েছে। শেষ দিনে বিক্রির পরিমাণ আরও বাড়বে।
এবারের মেলায় স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, ভিভো, ডিএক্স টেল, মটোরোলা, আইফোন, নকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ডিএক্স টেল, সুরভি এন্টারপ্রাইজ, ডিটেল তাদের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ নিয়ে অংশ নিচ্ছে।
স্মার্টফোন ও ট্যাব মেলার আহ্বায়ক এক্সপো মেকারের এজিএম সিরাজুল ইসলাম সার্থক বলেন, বরাবরই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় তিল ধারণের জায়গা হয় না। এদিন বেচাবিক্রিও হয় অনেক। এবারও ছাড় উপহার দিচ্ছে ব্র্যান্ডগুলো। তাই বিক্রিও বেশি হবে অন্যবারের চেয়ে।
মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। যা থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার রোগীর চিকিৎসায় দান করা হবে। আর প্রতিদিন রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।
এই আয়োজনের সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকমে পাওয়া যাবে।
এছাড়াও, প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখতে হবে মেলার ইভেন্ট পেইজে।
ইএইচ/ জুলাই ০৬/২০১৯/ ১০৩০
আরও পড়ুন –
স্মার্টফোন ও ট্যাব মেলায় ৫০% পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে স্যামসাং
মেলায় ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় মটোরোলার ফোনে