![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন ও ট্যাব মেলায় ৮ হাজার ৯৯৯ টাকায় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ট্যাব বিক্রি হচ্ছে।
মেলায় বিজয় ডিজিটালের স্টলে বিক্রি হচ্ছে এই ‘স্বদেশ ট্যাব’। ওকে মোবাইলের এই ট্যাবে অ্যাপ্লিকেশন ও কনটেন্ট সাপোর্ট দিয়েছে বিজয় ডিজিটাল।
ট্যাবে শিশু উপযোগী পাঠ্য বইসহ শিক্ষামূলক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে।
৮ ইঞ্চি ডিসপ্লের ট্যাবটির রেজ্যুলেশন হলো ৮০০*১২৮০ পিক্সেল। এতে রয়েছে অ্যাটম প্রসসের এবং ১ গিগাবাইট র্যাম। স্টোরেজ সুবিধায় ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ইউএসবি ক্যাবল, অডিও জ্যাক এবং মাইক্রো এসডি কার্ডের পোর্ট। ব্যাটারি ব্যাকআপে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ট্যাবটির সাথে পাওয়া যাবে কিবোর্ড ও হেডফোন। ফলে ট্যাবের পাশাপাশি কিবোর্ডটি ব্যবহার করে ল্যাপটপের মতই ব্যবহার করা যাচ্ছে এই ডিভাইসটি।
ট্যাবটি বিশেষ করে শিশুদের শিক্ষার কার্যক্রমের জন্য তৈরি করা হয়েছে। ট্যাবটি হার্ডওয়্যার ভালো মানের। ইতোমধ্যে নেত্রকোনায় আরবার একাডেমি স্কুলে ৪০ জন প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের এই ট্যাব দেয়া হয়েছে বলে বিজয় ডিজিটাল স্টলের এক কর্মী টেকশহরডটকমকে জানান।
মেলায় বিজয় ডিজিটাল স্টলে এই ট্যাব ছাড়াও শিশুদের শিক্ষামূলক নানা ডিভিডিও বিক্রি হচ্ছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলাটি চলবে শনিবার পর্যন্ত।
প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।
ইএইচ/ জুলাই ০৫/২০১৯/ ১৭৪৫