Techno Header Top and Before feature image

ওয়ার্ল্ডকাপে শচীনের সঙ্গে পিচাইয়ের দেখা

pichai-techshohor
Evaly in News page (Banner-2)
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারতের ওয়ার্ল্ডকাপ ম্যাচ দেখতে গিয়েছিলেন গুগল সিইও সুন্দর পিচাই।
সেখানে তার সঙ্গে লিটলমাস্টার শচীন টেন্ডুলকারের দেখা হয়। তারা দুজনে সেখানে একটি ছবিও তোলেন।
মুহূর্তটিকে ভারতীয় ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ছবিটি আপলোড করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিশিয়াল টুইটার পেইজে। ক্যাপশনে লেখা হয়, আজকের ম্যাচে গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
এখন পর্যন্ত টুইটটি রিটুইট করা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার বার। লাইক পড়েছে ৪১ হাজার ৬৩৮টি।
বরাবরই ক্রিকেট ভালোবাসেন গুগল প্রধান সুন্দর পিচাই। ছোটবেলায় তিনি ক্রিকেটার সুনীল গাভাস্কার হওয়ার স্বপ্ন দেখতেন। ক্রিকেটার না হতে পারলেও খেলাটির প্রতি তার প্রেম ফুরায়নি।
তাই তো ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন ভারত ও ইংল্যান্ডই ফাইনালে খেলবে। ফাইনালের আগেই এজবাস্টনে দুই দলের দেখা হয়ে গেলো। কিন্তু তার মনের আশা পূর্ণ হলো না।
৩১ রানে ইংল্যান্ডের কাছে হেরে অপ্রতিরোধ্যের তকমা খোয়ালো ভারত। ভারত ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩০৫ রান তোলে।

এনডিটিভি অবলম্বনে এজেড/ জুলাই ১/ ২০১৯ /১২০৫

*

*

আরও পড়ুন