![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বা আইএসপিএবি’র কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ জুলাই।
এবারের নির্বাচনী দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য নানান প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের প্রার্থীরা।
কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিজ্ঞদের নিয়ে একটি টিম ইউনাইটেড এবং আরেকটি প্যানেল ‘টিম ক্যাটালিস্ট’।
দুটি প্যানেল থেকেই দেওয়া হয়েছে ইশতেহার, যেখানে ব্যবসায়ী এবং গ্রাহকদের জন্য নানান সুবিধার কথা বলা হয়েছে। ইন্টারনেট ব্যবসাকে আরও সুগঠিত করতে এবং এর মাধ্যমে সার্বিক কল্যাণের জন্য কাজ করার কথা জানাচ্ছেন তারা।
নির্বাচন, নির্বাচন পরবর্তীতে সংগঠনের সসদ্যদের উন্নয়ন বিভিন্ন কাজ করার চ্যালেঞ্জ নিয়ে টেকশহরের অতিথি হয়ে এসেছিলেন প্যানেল দুটির চার প্রতিনিধি।
তারা সবাই দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রসারে কাজ করার কথা জানিয়েছেন।
বিস্তারিত জানা যাবে ভিডিওতে।
ইএইচ/ জুন২৯/ ২০১৯/ ১৯৪৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি