![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে ১ জুলাই নতুন বই আসছে বাজারে। এটি পাইথন সিরিজের প্রথম বই।
লেখক রকিবুল ইসলামের লেখা বইটির নাম ‘শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’। সাধারণ মানুষের উপযোগী করে লেখা হয়েছে এটি। যারা ডিপ লার্নিং শিখতে চান, তবে মেশিন লার্নিংয়ের ধারণা কম তারা বইটি থেকে অনেক কিছু জানতে পারবেন।
বর্তমানে লেখক বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ‘পিএইচডি রিসার্চার’ হিসেবে নীতিনির্ধারনীদের জন্য সরকারি ডেটা ব্যবহারের দক্ষ ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছেন। তিনি এখন বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে ‘ন্যাশনাল টেলিকম্যুনিকেশন মনিটরিং সেন্টার’ এ কর্মরত।
এজেড/ জুন ২৯/ ২০১৯/ ১৭২৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি