বাসে ভিড় আছে কিনা জানাবে গুগল ম্যাপ

google-map-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাস বা ট্রেনে ভিড় আছে কিনা তা জানাতে গুগল ম্যাপে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। ফিচারটির নাম ক্রাউড প্রেডিকশন।

ফিচারটির মাধ্যমে বাস বা ট্রেনে ওঠার আগেই ভিড় কেমন সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এতে করে ভিড়ের মধ্যে বাসে বা ট্রেনে উঠবেন কিনা সে সিদ্ধান্ত একজন যাত্রী আগে ভাগেই নিতে পারবেন।

এছাড়াও, লাইভ ট্রাফিক ডিলে নামের আরেকটি অপশন চালু করেছে গুগল। এর ফলে কোন বাস বা ট্রেন আসতে দেরি হবে এবং কতক্ষণ সময় লাগবে তাও জানা যাবে। গুগল ম্যাপে পিন দিয়ে দেখানো হবে কোথায় কোথায় সময় মতো বাস ও ট্রেন ছাড়তে দেরি হচ্ছে।

Techshohor Youtube

এর ফলে হাত সময় কম থাকলে বিকল্প যান খুঁজে নিয়ে গন্তব্যে যাওয়া যাবে। অপেক্ষা করে সময় নষ্ট করতে হবে না।

পুরো পৃথিবীর ২০০ শহরে এই ফিচার ব্যবহার করে সেবা পাওয়া যাবে। এর মধ্যে এক চতুর্থাংশই যুক্তরাষ্ট্রের শহর। যুক্তরাজ্যের ১৮ টি শহরে ফিচারটি ব্যবহার করা যাবে। তবে দেশের গুগল ম্যাপ ব্যবহারকারীদেরকে ফিচারটির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি প্ল্যাটফর্মেই ফিচারটি পৌঁছাতে শুরু করেছে।

বিজিআর অবলম্বনে এজেড/জুন ২৯/২০১৯/১১৫৬

*

*

আরও পড়ুন