![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দীর্ঘ তিন দশক সময়। এর মধ্যে এসেছে ম্যাকবুক, এয়ারপ্যাড, আইফোনসহ অ্যাপলের অনেক পণ্য।
এসব পণ্যের নতুন সব ডিজাইন দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে অ্যাপল। অ্যাপলের সেই পণ্যগুলোর ডিজাইনগুলো যার হাত ধরে হতো প্রতিষ্ঠানটির চিফ ডিজাইনার জনাথন ইভ অ্যাপল থেকে সরে যাচ্ছেন।
দীর্ঘ এই পথচলায় তার হাতেই ডিজাইন হয়েছে আইফোনসহ আরও অনেক অ্যাপল পণ্যের।
জনি ইভ ১৯৯৬ সাল থেকে অ্যাপলের ডিজাইন টিমের প্রধান হিসেবে কাজ করে আসছিলেন। তার আগে জনি ইভের নিজের একটি ডিজাইন প্রতিষ্ঠান ছিল। আর সেই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ছিল অ্যাপল।
অ্যাপল থেকে সরে গেলেও ভবিষ্যতে পতিষ্ঠানটির কিছু প্রকল্পে কাজ করবেন বলে জনি ইভ ও অ্যাপল উভয়ই দাবি করেছেন।
জনি খুব প্যাশনেট ডিজাইনার। তিনি যখন থেকে অ্যাপলে কাজ শুরু করেন তখন থেকেই উদ্ভাবনী ডিজাইন আনার জন্য কাজ করেছেন। অ্যাপল তার কাছ থেকে বিভিন্ন সুবিধা পেতেই থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন প্রধান নির্বাহী টিম কুক।
ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে বিশ্বে প্রথমসারিতে থাকা জন ইভের নিজেরও একটি প্রতিষ্ঠান রয়েছে।
ইএইচ/ জুন ২৮/২০১৯/ ১৪০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি