![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের সনদ প্রদান করেছে জাতীয় মহিলা সংস্থা।
তাদের পরিচালিত ‘আমার ইন্টারনেট আমার আয়’ কর্মসূচীর আওতায় ২ হাজার ৩০৪ জন এ সনদ পেয়েছেন।
সোমবার জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম ও স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম।
কমজগৎ টেকনোলজিসের সহায়তায় জাতীয় মহিলা সংস্থা ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের উপর তিনটি ধাপে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে।
এজেড/জুন ২৫/২০১৯/১৭২০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি