Samsung IM Campaign_Oct’20

২০০ প্রশিক্ষণার্থীকে সনদ দিল ই-ক্যাব   

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-কমার্সের ওপর ২০ দিনের বুনিয়াদি কোর্সে ২০০ প্রশিক্ষণার্থীকে সনদ দিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ।

তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রোজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের (পিএমআইএস) এই প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করে ই-ক্যাব।

শনিবার জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এলআইসিটি প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ই-ক্যাবের কোষাধ্যক্ষ মো. আব্দুল হক।

এছাড়াও ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, পরিচালক মোহাম্মদ শাহাব উদ্দিন এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান বক্তব্য রাখেন।

গত বছরের ২১ অক্টোবর থেকে শুরু হয় ব্যবসায়ের ডিজিটাল রূপান্তর কার্যক্রমে প্রশিক্ষণ। সেখানে ই- কমার্স প্রশিক্ষণের আওতায় আট ব্যাচে ২০০ প্রশিক্ষণার্থীকে মোট ৬৪টি বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করে ই-ক্যাব। এই প্রশিক্ষণ শেষ হয় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি।

ইএইচ/ জুন ২২/ ২০১৯/ ২০৩৬

*

*

আরও পড়ুন