স্যামসাংয়ের বাড়তি ওএলইডি ডিসপ্লে নেবে অ্যাপল

OLED-techsohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ম্যাকবুক ও আইপ্যাডে স্যামসাংয়ের তৈরি ওএলইডি ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল।

আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে স্যামসাংয়ের ওএলইডি ডিসপ্লে নিতে আবার আগ্রহী হয়েছে তারা।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। সেবারই প্রথম আইফোন ১০ এ  স্যামসাংয়ের ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়।  আইফোন ১০ এর বিক্রি বেশ ভালো হওয়ায় পরের বছর আইফোন ১০ এস ও আইফোন ১০ এস ম্যাক্সের জন্যও কিছুটা বেশি পরিমাণে ওএলইডি ডিসপ্লে তৈরির অর্ডার দেয় অ্যাপল। কিন্তু আইফোন ১০ এস ও আইফোন ১০ এস ম্যাক্সের বিক্রি আশানুরূপ হয়নি। তাই স্যামসাংয়ের তৈরি করা ওএলইডি ডিসপ্লে কাজে লাগেনি অ্যাপলের। এদিকে অর্ডার দেওয়ার পরও  যথেষ্ট পরিমাণে ডিসপ্লে না কেনায় সমস্যায় পড়ে স্যামসাং।

Techshohor Youtube

বার বার এ বিষয়ে বৈঠক করেও সমাধান দিতে পারেনি অ্যাপল। আইনগতভাবে, চুক্তি ভঙ্গ করায় অ্যাপল আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য ছিলো।

তাই বিকল্প সমাধান হিসেবে অন্যান্য পণ্যে স্যামসাংয়ের ওএলইডি ডিসপ্লে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। কারণ আইফোন বাদে ট্যাবলেট ও নোটবুকে ওএলইডি ডিসপ্লেটি ব্যবহার করা যায়।

পৃথিবীর সবচেয়ে বড় ওএলইডি প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে স্যামসাং। মোট চাহিদার ৪০ শতাংশ ওএলইডি ডিসপ্লে তৈরি করে তারা।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/জুন ২২/১৬২৮/২০১৯

আরও পড়ুন –

বিস্ফোরণ ঝুঁকিতে পুরাতন ম্যাকবুক প্রো! 

৬জি নিয়ে নেমে পড়েছে স্যামসাং

*

*

আরও পড়ুন