![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে আরও সুবিধা দেয়া হচ্ছে।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে হ্যান্ডসেট সংযোজনে আরও কিছু যন্ত্রাংশের আমদানি শুল্কে ছাড় দেয়ার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এতে মোবাইল ফোনের চার্জার কানেকটর পিন ও সিম স্লট ইজেকটর পিনের শুল্ক ২৫ শতাংশ হতে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
এছাড়া ক্রিস্টাল ডায়োড ও ট্রানজিস্টরের শুল্ক ৫ শতাংশ হতে ১ শতাংশ করার প্রস্তাব এসেছে।
এর আগে সর্বপ্রথম ২০১৭-১৮ অর্থবছরে দেশে মোবাইল ফোন উৎপাদনে এবং মোবাইল যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক শুল্ক ছাড় দেয়া হয়।
২০১৭-১৮ অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট তৈরিতে প্রয়োজনীয় সব রকমের যন্ত্রাংশে এই ছাড়ের প্রস্তাব করা হয়।
সেখানে মোবাইলের অধিকাংশ যন্ত্রাংশে যেখানে ২৫ শতাংশ, কোনোটিতে ১৫ বা ১০ শতাংশ ছিল তা কমিয়ে ১ শতাংশ করা হয়।
এতে দেশে বেশ কয়েকটি মোবাইল ফোন কারখানা গড়ে ওঠে।
এরপর ২০১৮-১৯ অর্থবছরেও মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে ২৪ শতাংশ পর্যন্ত।
লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি, ভাইব্রেটর, মটর, রিসিভার, এয়ারফোন বাটন, বিভিন্ন যন্ত্রাংশের কাভার, ইউএসবি ও ওটিজি ক্যাবলসহ ৪৪ টি আইটেমে শুল্ক কমানো হয়।
এবার কমানো হলো আরও কিছু আইটেমে।
এডি/জুন১৩/২০১৯/১৯০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি