STE 2019 (summer) in news page

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে

Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের ইতিহাসে সবচেয়ে বড় ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই বাজেটে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১৬ হাজার ৪৩৯ কোটি টাকা।

যা গত ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে চার হাজার ৩৮ কোটি টাকা বেশি। গত অর্থবছরে মন্ত্রণালয়টির সংশোধিত বাজেট ছিল ১২ হাজার ৩৯১ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের প্রথম বাজেট পেশ করছেন। এর আগে গত অর্থবছর নিজের শেষ বাজেট প্রস্তাব পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি সেসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বাজেট বরাদ্দের প্রস্তাব করেছিলেন ১২ হাজার ২০১ কোটি টাকা।

এবারের  স্বাধীনতার পর থেকে ৪৮তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বে সরকারের টানা একাদশ বাজেট এটি। এবারের বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার কোটি টাকার।

ইএইচ/জুন ১৩/ ২০১৯/ ১৬২০

*

*

আরও পড়ুন