![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।
আগে এই শুল্ক ছিল ১০ শতাংশ।
এর ফলে দেশে আমদানি করা স্মার্টফোনের দাম বেশ বেড়ে যাবে।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে বলা হয়, স্মার্টফোন সমাজের বিত্তবান লোকজন ব্যবহার করে বলে এর আমদানি শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব করা ।
এতে বলা হয়েছে ফিচার ফোন নিম্ন আয়ের জনগোষ্ঠি ব্যবহার করে। বর্তমানে ফিচার ফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ, যা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
আইসিটি খাতের অন্যতম অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনে রেয়াতি সুবিধার কারণে দেশে এর ৫-৬টি কারখানা স্থাপিত হয়েছে উল্লেখ করে এবারের বাজেটে সেই সুবিধা রেখে সেলুলার ফোন উৎপাদনে কিছু যংন্ত্রাংশ আমদানির শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বেলা তিনটায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করছেন।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। স্বাধীনতার পর থেকে ৪৮তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বে সরকারের টানা একাদশ বাজেট, যার আকার পাঁচ লাখ ২৩ হাজার কোটি টাকার।
এডি/জুন১৩/২০১৯/১৫৩০