Techno Header Top and Before feature image

ড্রোন দিয়ে খাবার পৌঁছে দেবে উবার ইটস

drone-delivery-pizza-techshohor
পণ্য ডেলিভারি ড্রোন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফুড ডেলিভারির জন্য এবার ড্রোন ব্যবহার করবে উবার।

আপাতত পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হবে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো শহরে। মার্কিন ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই ড্রোন যুক্ত হবে উবার ইটসের সেবায়।

ড্রোন দিয়ে সরাসরি গ্রাহকের দরজায় অর্ডার পৌঁছে দেওয়া হবে না। এর বদলে ড্রোন অবতরণ করানোর জন্য নিরাপদ একটি জায়গা ঠিক করা হবে। উবার অ্যাপে চালিত গাড়ির ওপরও ড্রোনগুলো নামানো হতে পারে। কোনগুলো উবারে চালিত গাড়ি সেটা কিউআর কোড ব্যবহার করেই চিনে নিতে পারবে ড্রোনগুলো। সেখানেই উবার কুরিয়ারের কর্মীরা খাবার নামাবে এবং সেগুলো প্যাকেট করে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

সময় বাঁচাতেই খাবার ডেলিভারি সেবায় ড্রোন ব্যবহার করতে চায় উবার। সড়ক পথে দেড় মাইল পথ সাইকেলে অতিক্রম করতে সময় লাগে ২১ মিনিট। ড্রোনের সাহায্যে একই দূরত্বে পৌঁছাতে উবারের সময় লাগবে ৭ মিনিট। তবে এই গতিতেও সন্তুষ্ট নয় উবার। তাই এ বছরের শেষে শুধু পণ্য আনা নেওয়ার উপযোগী নিজস্ব ডিজাইনের ড্রোন আনবে উবার। এই ড্রোনগুলো ঘণ্টায় ৭০ মাইল বেগে উড়তে পারবে।

তবে উবার ইটসের ডেলিভারি সেবায় ড্রোন যুক্ত হলেও গ্রাহকদের খরচ বাড়বে না। একই খরচে খাবার অর্ডার করতে পারবেন তারা।

ইউবারগিজমো অবলম্বনে এজেড/ জুন ১৩/১১৩৭

*

*

আরও পড়ুন