Techno Header Top and Before feature image

সাবস্ক্রাইব সেবা আনছে ফায়ারফক্স

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফায়ারফক্স ব্রাউজার এবার সাবস্ক্রাইব সেবা আনছে মোজিলা।

সেবাটিতে প্রিমিয়াম ফিচার হিসেবে ভিপিএন এবং ক্লাউড স্টোরেজের মতো সেবাও রাখবে প্রতিষ্ঠানটি।

তবে এটি সাবস্ক্রাইবের জন্য আলাদাভাবে মূল্য দিতে হবে। কিন্তু সাবস্ক্রাইবের পর কী কী ধরনের সেবা পাওয়া যাবে তা এখনো জায়াননি মোজিলা।

মোজিলা প্রধান ক্রিস বিয়ার্ড এক সাক্ষাতকারে শুধু ভিপিএন ও ক্লাউড স্টোরেজের কথা বলেছেন। চলতি বছরের অক্টোবর নাগাদ সেবাটি চালু করতে পারে প্রতিষ্ঠানটি।

এখনো সেবাটির সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সেবাটি শুধু সাবস্ক্রাইব করার মাধ্যমেই নতুন সব ফিচার পাওয়া যাবে নাকি আলাদা করে তার জন্য মূল্য পরিশোধ করতে হবে তা স্পষ্ট নয়।

গত বছর অক্টোবরে পরীক্ষামূলকভাবে একটি নিবন্ধনভিত্তিক ভিপিএন সেবা শুরু করেছে মোজিলা। প্রাথমিকভাবে অল্প সংখ্যক গ্রাহকের জন্য উন্মুক্ত করা হয়েছে ফিচারটি। ফায়ারফক্সের মধ্যে এই প্রোটনভিপিএন সেবা পেতে গ্রাহককে মাসে গুণতে হয় ১০ মার্কিন ডলার।

মোজিলাকে আয়ের জন্য নির্ভর করতে হয় সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানের ওপর। দিন দিন অনেক ব্রাউজার আসায় সেই আয় কমছে। ফলে নতুন একটি খাত থেকে যেন আয় আসে সে জন্যই এমন সেবা আনতে চায় প্রতিষ্ঠানটি।

মোজিলার পক্ষ থেকে বলা হয়, ফায়ারফক্সের বর্তমান কোনো ফিচারের জন্য নিবন্ধন সেবায় মূল্য নেওয়া হবে না।

পেইড সেবা আনলেও এখন ফায়ারফক্স যে সেবা দেয় সেটি অব্যাহত থাকবে বলেও জানায় কর্মকর্তারা।

ইএইচ/জুন১১/ ২০১৯/ ২০৩০

*

*

আরও পড়ুন