STE 2019 (summer) in news page

হ্যাকারের খপ্পরে অমিতাভ

amitabh-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হ্যাকিংয়ের খপ্পরে পড়ে সোমবার রাতে টুইটার অ্যাকাউন্ট খোয়ান বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তার ছবির জায়গায় হ্যাকার পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের ছবি বসিয়ে দেয়।

এ কাণ্ড ঘটিয়েছে তুরস্কের হ্যাকার গ্রুপ আইলদিজ টিম। হ্যাকাররা অমিতাভের টুইটার অ্যাকউন্ট থেকে বেশ কয়েকটি ভারত বিরোধী পোস্ট দেয়।

অন্য একটি পোস্টে লেখা হয়, রমজান মাসে ভারতীয় মুসলমানদের উপর নির্মমভাবে চড়াও হয় ভারত সরকার। মৃদুভাষী হলেও আমরা বড় লাঠি নিয়ে চলি। তাই আপনাদেরকে জানিয়ে রাখছি, আইসল্যান্ডে বড়সড় সাইবার হামলা চালানো হবে।

Hack-techshohor
ক্যাপশনে লেখা হয়, আপনার কাছ থেকে এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে। ছবি : টুইটার

অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে অমিতাভের অনকে ভক্ত একের পর এক মিম বানাতে শুরু করেন। এইসব মিমের সঙ্গে জুড়ে দেওয়ার হয় ‘কউন বানেগা কারোরপাতি’ অনুষ্ঠানে অমিতাভের বলা কিছু সংলাপ। এতে পুরো বিষয়টি হাস্যরসাত্মক হয়ে ওঠে।

হ্যাকিংয়ের কয়েক ঘণ্টা পরই নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন আমিতাভ। এ ব্যাপারে মামলা করেছেন তিনি। বিষয়টি তদন্ত করছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে এজেড/ জুন ১১/২০১৯/১৭৩০

*

*

আরও পড়ুন