Techno Header Top and Before feature image

সিলিকন ভ্যালির মেধাবীরা চীনে নেই : ট্রাম্প

trump-white-house-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের মতে সিলিকন ভ্যালির কর্মীরা চীনের তরুণদের চেয়ে অনেক বেশি মেধাবী।

যুক্তরাষ্ট্র যে প্রযুক্তি খাতের নেতৃত্ব দিচ্ছে তা বোঝাতেই সংবাদ মাধ্যম সিএনবিসির এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলিকন ভ্যালিতে যারা সাধারণ পোশাকে ঘুরে বেড়ায় তাদেরকে টেক্কা দেওয়ার মতো মেধাবী চীনে নেই। সিলিকন ভ্যালিতে কাজ করা প্রত্যেক তরুণের মূল্য ২ বিলিয়ন ডলারের সমতুল্য। সিলিকন ভ্যালির মেধাবী কর্মীদের মতো বিকল্প তাদের হাতে নেই। বিষয়টা চীন কার্যত স্বীকার করেছে।

ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রকে পেছনে ফলতে পারে এ ধারণাও তিনি উড়িয়ে দেন। তিনি বলেন, অচিরেই যুক্তরাষ্ট্র ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

গত মাসে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে চাইনিজ পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প সরকার। তবে চীনের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এমটিএসের সঙ্গে ফাইভজি প্রযুক্তি উন্নয়নে চুক্তি করেছে হুয়াওয়ে।

২০১৯  থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটিতে ফাইভজি নেটওয়ার্ক তৈরি করবে চীনের কোম্পানি হুয়াওয়ে।

বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/জুন ১১/ ২০১৯/১৫২০

*

*

আরও পড়ুন