![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতিনিয়তই নতুন সব ফিচার আসছে গুগল ম্যাপে। কদিন আগেই যুক্ত হয়েছে গতি নিয়ন্ত্রণ ফিচার।
এবার নতুন আরেকটি ফিচার যুক্ত করেছে গুগল। যে ফিচারে গাড়ি যদি ভিন্ন রুটে যেতে লাগে তবে আগেই সতর্ক করবে।
এজন্য ম্যাপে নতুন ফিচার ‘স্টে সেফার’ চালু করলে কোন রুট দিয়ে যাবেন চালক তা নির্দিষ্ট করে নেওয়া যাবে। এরপর গাড়ি সেই রুট অনুযায়ী যেন যায় তা দেখাবে গুগল ম্যাপ।
অবশ্য এই ফিচারটি ৫০০ মিটার আগে থেকেই রাস্তার হিসাব নিকাশ বের কলে ফেলবে এবং সে অনুযায়ী চালনা করতে বলবে। ট্যাক্সি সেবায় যদি গ্রাহক রুট ঠিক করে দেন এবং চালক যদি অন্য রাস্তায় যায় তবে যাত্রীরা পুলিশকে জানাতে পারবেন।
ট্যাক্সি যাত্রীদের জন্য গুগলের এই ফিচার খুব ভালো এবং ইতিবাচক হবে বলে মনে করছেন অনেকেই। কারণ, এটিতে যাত্রীদের অধিক নিরাপত্তা থাকবে।
তবে এখনো ফিচারটি অফিসিয়ালি ঘোষণা করেনি সার্চ জায়ান্টটি। সেটি পরীক্ষা করে দেখছে গুগল। পরীক্ষার পরেই এর ঘোষণা আসবে বলে জানা যাচ্ছে।
গিজচায়না অবলম্বনে ইএইচ/ জুন১০/ ২০১৯/ ২০২৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি