Techno Header Top and Before feature image

সাইবারপাঙ্ক ২০৭৭ গেইমে থাকছেন কিয়ানু রিভস

Keanu-reeves-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ই৩ প্রেস কনফারেন্সের আসল আকর্ষণ ছিলো হলিউড অভিনেতা কিয়ানু রিভসকে ঘিরে। তার একটি চরিত্র থাকবে সাইবার পাঙ্ক ২০৭৭ নামের একটি গেইমে।

ই৩ এর মঞ্চে সাইবারপাঙ্ক ২০৭৭ এর ট্রেইলার দেখানো হয়। ট্রেইলারের একদম শেষে দেখা যায় কিয়ানু রিভসকে। এরপর নিজেই মঞ্চে উঠে এসে জানান, গেইমটি মুক্তি পাবে ২০২০ সালের ১৬ এপ্রিল। গেইমে তার চরিত্রটি কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি রিভস।

সাইবারপাঙ্ক ২০৭৭ এর কাহিনী গড়ে উঠেছে সাইবার পাঙ্ক ও সাইবার পাঙ্ক ২০২০ কে কেন্দ্র করে। গেইম দুটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ ও ১৯৯০ সালে। গেইমগুলোর সিকুয়্যাল সাইবারপাঙ্ক ২০৭৭ এর কাহিনী শুরু হয়েছে নাইট সিটিতে।

গেইমটি ডেভেলপ করেছে পোল্যান্ডের কোম্পানি সিডি প্রোজেক্ট। ই৩ এর মঞ্চে গেইমটির ডেমো দেখানোর জন্য অতিরিক্ত কাজের চাপ নিতে হয়েছে তাদের। তবে এতে ক্ষতি কিছু হয়নি। ম্যাড়ম্যাড়ে প্রেস কনফারেন্সে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন কিয়ানু রিভস।

অভিনেতা কিয়ানু রিভসের জনপ্রিয় দুটি ছবি হলো দ্য ম্যাট্রিক্স ও জন উইক।

বিবিসি ও সিনেট অবলম্বনে এজেড/ জুন ১০/২০১৯/১৩০৫

*

*