Techno Header Top and Before feature image

বিটিআরসির গণশুনানিতে প্রশ্ন এসেছে ১৬০০

গণশুনানি স্থগিত করেছে বিটিআরসি। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

আল-আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিটিআরসির গণশুনানির জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ ১৬০০ প্রশ্ন পাঠিয়েছেন।

তবে এত প্রশ্নের মধ্যে মাত্র ১২০টি গণশুনানিতে উত্তরের জন্য উপস্থাপন করা হবে। প্রশ্নের পুনরাবৃত্তি, সম্পূর্ণ নয়, প্রাসঙ্গিকতা ও গুরুত্ব বিবেচনায় বাছাইয়ে বাকি প্রশ্নগুলো বাদ পড়েছে।

বুধবার সকাল ১১টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এটি নিয়ন্ত্রণ সংস্থার দ্বিতীয় গণশুনানি।

এতে নিবন্ধন করে ১৬৫ জন উপস্থিত থাকার আগ্রহের কথা জানিয়েছেন।

গণশুনানিতে ১২০টি প্রশ্নেরই উত্তর দেয়ার চেষ্টা করা হবে। তবে যদি সময়ে তা না পারা যায় অবশিষ্ট প্রশ্নের উত্তর অনলাইনে দিয়ে দেয়া হবে।

অধিকাংশ প্রশ্নই এসেছে কলড্রপ, ডেটা প্রাইস, সার্ভিস কোয়ালিটি সম্পর্কিত।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে এই গণশুনানির বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে বসে বিটিআরসি। এতে সভাপতিত্ব করেন বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক।

প্রস্তুতিমূলক এই বৈঠকে গণশুনানিতে আসা প্রশ্ন, উপস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। যেখানে প্রশ্নের উত্তর কী বা কেমন হবে সেসব রয়েছে।

এরমধ্যে অনেক প্রশ্নের উত্তরে হয়তো বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, শুরু হয়েছে, এতদূর এগিয়েছে এমন উত্তর বিস্তারিত করে থাকতে পারে।

গণশুনানিতে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবী অংশগ্রহণ থাকছে। বিটিআরসি এরমধ্যে অনেককেই আমন্ত্রণ জানাবে।

এতে সাংবাদিকদের জন্য প্রশ্নের সুযোগ রাখা হয়েছে।

গত ২৪ মে দ্বিতীয় এই গণশুনানির ঘোষণা দেয় বিটিআরসি। সেখানে গণশুনানিতে অংশ নেবার জন্য অনলাইনে নিবন্ধন করার কথা বলা হয়। এই নিবন্ধন চলে ৩ জুন পর্যন্ত।

আবেদনকারীকে  ইমেইলে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করছে বিটিআরসি। তারপর সেটি প্রবেশের সময় সঙ্গে রাখতে হবে এবং জাতীয় পরিচয়পত্রও সঙ্গে রাখতে হবে।

বিটিআরসির টেলিযোগাযোগ সেবার মান নিয়ে প্রথম গণশুনানি করেছিল ২০১৬ সালে ২২ নভেম্বর। তবে সেই গণশুনানিতে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠলেও বেসরকারি কোনো মোবাইল অপারেটর অংশ নেয়নি।

ওই শুনানিতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছিলো ১ হাজার ৫০ জন। তবে অভিযোগ জানাতে ডাক পেয়েছিলেন ৪২০ জন। যদিও স্বল্প সময়ে মাত্র ৩২ জন তাদের অভিযোগ জানতে পারেন।

এসআইজেড/এডি/জুন৯/২০১৯/১৮৩০

আরও পড়ুন –

২৪ ঘণ্টা অভিযোগ নেবে বিটিআরসি 

মতামত, অভিযোগ শুনতে গণশুনানি করছে বিটিআরসি 

*

*

আরও পড়ুন