বন্ধ ছিল ইউটিউব, জিমেইল, স্ন্যাপচ্যাট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে গতকাল বিকেল ৩ টা থেকে গুগলের সেবা ইউটিউব, জিমেইল এবং ছবি শেয়ারিং মাধ্যম স্ন্যাপচ্যাট বন্ধ ছিল। যা অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা স্থায়ী ছিল। 

প্রযুক্তিসাইট দ্য ভার্জ জানিয়েছে, গুগলের ক্লাউড সেবায় কিছুটা সমস্যা দেখা দেওয়ায় এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে। 

অন্যান্য কোম্পানি যেমন, ডিসকর্ড, স্ন্যাপচ্যাট, সোপিফাইসহ আরও কিছু অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান গুগলের ক্লাউড সেবা ব্যবহার করে। তারাও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বড় ধরনের নেটওয়ার্ক সমস্যার শিকার হয়েছে।

Techshohor Youtube

গুগলের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানান হয়েছে, তারা বিষয়টি নিয়ে বিশদ বিশ্লেষণ করছেন। এর একটি ভালো ময়নাতদন্ত হওয়া দরকার বলেও মনে করেন তিনি। সে লক্ষ্যে কাজ শুরু করেছে। 

একইসঙ্গে এমন সমস্যার সম্মুখীন হওয়ায় জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। 

 এর আগে চলতি বছরে ইউটিউব দেড় ঘণ্টার মতো বন্ধ ছিল। 

আর গত মার্চে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুকসহ তার অ্যাপসগুলো সবচেয়ে দীর্ঘ সময় বন্ধ ছিল। সেটা প্রায় ১২ ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। অবশ্য কোন কোন অঞ্চলে এর বেশি সময়ও বন্ধ ছিল। 

ইএইচ/জুন ০৩/ ২০১৯/ ১৪২৫

*

*

আরও পড়ুন