STE 2019 (summer) in news page

ফোনের উৎপাদন কমালো হুয়াওয়ে

huawei-techshohor
Laptop fair 2019 (in page)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তাইওয়ানের ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন হুয়াওয়ের কয়েকটি মডেলের ফোনের উৎপাদন কমিয়ে দিয়েছে।

হুয়াওয়ের তরফ থেকে নির্দেশ আসার পরই ফোন উৎপাদনে কাঁটছাট করে ফক্সকন। হুয়াওয়ে ছাড়াও অ্যাপল ও শাওমির ফোন তৈরি করে প্রতিষ্ঠানটি।

গোপন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ফক্সকন।

এটা হুয়াওয়ের স্বল্প মেয়াদি নাকি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত তা জানা যায়নি। তবে এর ফলে শীর্ষ স্মার্টফোন সরবরাহকারীর তালিকায় নাম লেখানো হুয়াওয়ের জন্য প্রায় অসম্ভব হয়ে পরবে।

গত বছর বাজারে ২০ কোটি স্মার্টফোন সরবরাহ করেছিল তারা। একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী বছর নাগাদ তারা শীর্ষ স্মার্টফোন নির্মাতাকারীর আসনে বসতো।

কিন্তু গত মে মাসে হুয়াওয়ের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র সরকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে। গুগলের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় নতুন ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে।

এন গ্যাজেট ও টেকক্রাঞ্চ অবলম্বনে এজেড/ জুন ০২/২০১৯/১২২৮

আরও পড়ুন –

হুয়াওয়ের পাশে ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রোএসডি

অ্যান্ড্রয়েডের সঙ্গে লড়বে হুয়াওয়ের আর্ক!

প্রতিশোধ নেবে না হুয়াওয়ে, আপসও নয়

*

*

আরও পড়ুন