![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দিন দিন স্মার্টফোনের ব্যবহার যে হারে বৃদ্ধি পাচ্ছে, নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে সে হারেই।
বর্তমান সময়ে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম আন্ড্রয়েড। বৈশ্বিক স্মার্টফোন বাজারের তিন চতুর্থাংশই এই ওএসের দখলে।
তবে প্রায়শই ব্যবহারকারীরা নানা ধরনের ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হন। আজকে তা নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে পাঠকদের জন্য।
আক্রান্ত হয়েছেন কিনা বুঝবেন যেভাবে
অ্যান্ড্রয়েডে ভাইরাস কিংবা ম্যালওয়্যারের আক্রমণ হলে সাধারণ কিছু বিষয় পরিলক্ষিত হয়। যেমন : বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া, ফোন স্লো কাজ করা, অযাচিত অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়া, দ্রুত চার্জ চলে যাওয়া ইত্যাদি।
আক্রান্ত হলে করণীয়
ম্যালওয়্যারে আক্রান্ত হয়ে গেলে তা সরানোর বেশ কিছু পদ্ধতি রয়েছে।
এসব পদ্ধতিতে অনেক ক্ষেত্রেই সমস্যা সমাধান হয়ে যায়। এই পদ্ধতিতে সমাধান না হলে ফোনটি ফ্যাক্টরি রিসেট করে নিতে হবে। এই পদ্ধতিতে ফোনে রক্ষিত সকল ডেটা মুছে যাবে।
অনেক ক্ষেত্রে ফোন রিসেট করার পরেও ম্যালওয়্যার থেকে যায়, তখন ফোনে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছাড়া উপায় থাকে না। এই কাজটি ব্র্যান্ড ও মডেল বিশেষে নিজেও করা যায় কিংবা অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে সারিয়ে নেয়া যায়।
আক্রমণ থেকে বাচার উপায়
‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়’। কিছু সতকর্তা অবলম্বন করলে সহজেই নিরাপদ থাকা যায়।
প্লে স্টোর ব্যতীত অন্য কোন মাধ্যম থেকে অ্যাপ্লিকেশন ইনস্টলের মাধ্যমেই মূলত অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার আক্রমণ করে। তাই কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে।
আরএ/ইএইচ/জুন৩/ ২০১৯